ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে রিজভীর মশাল মিছিল: পুলিশের হামলা: আটক ৪

জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা)কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয় নগরে সন্ধ্যায় মিছিল বের করলে পুলিশ হামলা করে।


বুধবার(১০ ফেব্রয়ারি)সন্ধ্যায় বিজয় নগর থেকে মিছিলটি কাকরাইল মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ অতর্কিত হামলা করে। এ সময় পুলিশের হামলা ও লাঠি পেটায় গোলাম যুবদল নেতা গোলাম মওলা শাহীন, ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার, সোহেল সহ-৫-৬জন নেতা-কর্মী আহত হন। পুলিশ এসময় যুবদল নেতা শরীফসহ ৪জনকে গ্রেফতার করে।পরে রুহুল কবির রিজভী বলেন,'মশালে আগুন ধরিয়ে কেবল মিছিল শুরু করলে পুলিশ তাদের মিছিলে হামলা করে ৫-৬জনকে আহত করে। এ সময় পুলিশ ৪জনকে আটক করেছে বলে জানান তিনি।


মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ-বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী,যুবদল নেতা গোলাম মওলা শাহীন,আরটি মামুন,ছাত্রদল নেতা ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে বুধবার(১০ ফেব্রয়ারি)দুপরে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও দলটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ads

Our Facebook Page